
নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজের ভর্তি, বেতনসহ সকল প্রশাসনিক কার্যক্রম এখন থেকে অনলাইনে সম্পন্ন হবে।
এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ ও ঢাকার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অটোমেট (আইটি) লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থাপক এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী বলেন, “এ উদ্যোগের ফলে কলেজের কার্যক্রম আরও গতিশীল হবে। প্রায় ছয় হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবক দ্রুত, স্বচ্ছ ও সঠিক সেবা পাবেন।
শিক্ষার্থীদের অনেকে জানিয়েছেন, এ পদক্ষেপ তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে। কলেজের এক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আগে ভর্তি ও বেতন দিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। এখন ঘরে বসেই সবকিছু করা যাবে।
আরেক ছাত্রী তানিয়া আক্তার বলেন, “ফলাফল ও সার্টিফিকেট অনলাইনে পাওয়া গেলে সময় ও খরচ দুটোই কমবে।” এলাকাবাসীরও প্রত্যাশা, অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য কমবে।
স্থানীয় অভিভাবক আব্দুল জলিল জানান, “ছেলে-মেয়েদের সঙ্গে আমাকেও বারবার কলেজে যেতে হতো। অনলাইনে সেবা চালু হলে আমাদের মতো অভিভাবকেরা অনেক সুবিধা পাবেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ভর্তি কার্যক্রম, টিউশন ফি ও অন্যান্য ফি প্রদান, পরীক্ষার ফলাফল এবং প্রয়োজনীয় সার্টিফিকেট সংক্রান্ত সেবা এখন থেকে সহজেই অনলাইনে পাওয়া যাবে।