
সমাজ বদলেরা লক্ষ্যো শোষণ-বৈষম্যবিরোধী বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা” এই শ্লোগানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির নড়াইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের করে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য লক্ষী চক্রবর্তী।
এ সময় উলেন পস্থিত ছি ভিপি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাকিবা আহসান মুন্না,নড়াইলা রাকসুর সাবেক জেলা কমিটির সভাপতি বিএম বরকত উল্লাহ্ সাধারণ সম্পাদক অঞ্জন রায়সহ সম্মেলনে উপস্থিত নেতা কর্মী।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যা লি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা ও সম্মেলনের কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “একটির পর একটি সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করলেও দেশে গুম, খুন, ধর্ষণ, নারী নির্যাতন বেড়েই চলেছে। আমরা বিশ্বাস করি, কমিউনিস্ট পার্টি অসাম্প্রদায়িক রাজনীতিতে আস্থাশীল। কিন্তু দুঃখজনকভাবে দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে, দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, নারী নিপীড়ন বাড়ছে। গ্রাম থেকে শহর সর্বত্রই এ পরিস্থিতি বিদ্যমান।
সম্মেলনে জেলার বিভিন্ন শাখা থেকে আসা নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#