ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় পানি উন্নয়ন বিভাগের উদ্যোগে মতবিনিময়

 নেত্রকোণার কেন্দুয়ায় “ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)”–এর পরিচালনায় জেলার প্রধান নদীগুলোর সমন্বিত জলসম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষার অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইউনুছ রহমান রনি, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, নেত্রকোণা পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলী জাকির হোসেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক ও সুধীজন। সভায় বক্তারা বলেন, দেশের কৃষি ও জনজীবন টিকিয়ে রাখতে পানি উন্নয়ন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় নদ-নদী, খাল-বিল ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার, টেকসই বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অতিথিরা বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পানি উন্নয়ন বিভাগের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

কেন্দুয়ায় পানি উন্নয়ন বিভাগের উদ্যোগে মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

 নেত্রকোণার কেন্দুয়ায় “ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)”–এর পরিচালনায় জেলার প্রধান নদীগুলোর সমন্বিত জলসম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষার অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইউনুছ রহমান রনি, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, নেত্রকোণা পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলী জাকির হোসেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক ও সুধীজন। সভায় বক্তারা বলেন, দেশের কৃষি ও জনজীবন টিকিয়ে রাখতে পানি উন্নয়ন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় নদ-নদী, খাল-বিল ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার, টেকসই বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অতিথিরা বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পানি উন্নয়ন বিভাগের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।