
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ঐতিহাসিক হারুলিয়া পুরাতন জামে মসজিদ থেকে চুরি হওয়া অমূল্য কষ্টিপাথর উদ্ধারের দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টায় হারুলিয়া মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মসজিদের ইমাম মো. আব্দুল্লাহ, ইমরান আহমেদ ভূঁঞা ও এবি সুমন। বক্তারা দ্রুত কষ্টিপাথর উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থার দাবি জানান।
তারা আরও বলেন, এর আগে এ বিষয়ে কেন্দুয়া থানা ও জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে কেন্দুয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই জানান, কষ্টিপাথর চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে। ২০১৪ সালে এ চুরি সংঘটিত হয় এবং এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, জেলা পুলিশ সুপারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। কষ্টিপাথর উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়দের দাবি, মুঘল সাম্রাজ্যের স্থাপিত প্রায় ৮২৪ বছর প্রাচীন এই মসজিদ কেবল ধর্মীয় স্থাপনা নয়, এটি এক অনন্য ঐতিহাসিক নিদর্শন। তাই চুরি যাওয়া কষ্টিপাথর উদ্ধারে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।