
মহেশপুরে বাঘাডাঙ্গা গ্রামে এক কৃষকের ফলন্ত গাছ পালা কেটে সাবাড়।
ঝিনাইদহ
২ জুন সকালে প্রকাশ্যে দিনের বেলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউপির বাঘাডাঙ্গা গ্রামের ছোবহান নামের এক কৃষকের ফলন্ত কলা ও কাঁঠ জাতীয় গাছ পালা কেটে সাবাড় করে দিয়েছে একই গ্রামের আলিম গংয়েরা। বিষয়টি নিয়ে দু-পক্ষের মধ্যে চলছে চরম উক্তেজনা, যে কোন মুহুর্তে রক্তক্ষয়ীর সম্ভনা।
স্বরজমিনে গিয়ে জানা যায় জমির মালিক আব্দুস ছোবহান জানান উপজেলার নেপা ইউপির ৮ নং বাঘাডাঙ্গা মৌজার ১০৫৮ নং খতিয়ানের ১ একর ২৫ শতক জমির মধ্যে ছোবহানের বাবা ও চাচার হারা হারি মোতাবেক মৃত চাচা শুকুর আলী কমান্ডারের পালিত পুত্র সাইদুল হকের নামে ৫৩৫০ নং দাগে ২৪ শতক জমি খোস কবলায় দলিল করে দেওয়া জমিটি একই গ্রামের মৃত রোমজান আলীর ছেলে মোঃ সালাউদ্দিন ও আব্দুল আলীম দলিল মুলে ক্রয় করে।
ক্রয়কৃত মালিক আলিম গং চাচার পালিত পুত্রের ঐ জমি দখল ছাড়াও তাহারা আমার পৈত্রিক সম্পত্তি ৫৩৪৮ নং দাগের জমি জোর পুর্বক দখল কর আমার লাগানো ফলন্ত কলা ও ফল ও কাঁঠ জাতীয় গাছ পালা কেটে সাবাড় করে দিয়েছে। এতে আমার অনেক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত ছোবহানের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিলো। অপর দিকে ক্রয়কৃত জমির মালিক আব্দুল আলীম গংকে খুজে না পাওয়ায় তাহার কোন বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।