
নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা: আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন, নেত্রকোণা জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এম এ আউয়াল সেলিম।
প্রধান নির্বাচন কমিশনার জানান, বিকাল থেকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর পরে ভোট গ্রহণ শুরু হয়।পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সম্মেলনের নির্বাচনে মোট ১৪৯৫ জন ভোট দিয়েছেন।
এর মধ্যে সভাপতি পদে ৯টি ভোট ও সাধারণ সম্পাদক পদে ১০টি ভোট বাতিল হয়েছে।এতে ডা: আনোয়ারুল হক সভাপতি পদে ১ হাজার ২ ৭৫ ভোট পেয়ে জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্ধি এডভোকেট মাহফুজুল হক পান ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে ড রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে জয় পান।
তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল্লাহ আল মামুন খান রনি পেয়েছেন ৭২১ ভোট। এছাড়াও একই পদে এসএম মনিরুজ্জামান দুদু পেয়েছেন ১৮ ভোট।