
নানা আয়োজনে নেত্রকোণার মদনে ইয়ুথ সার্কেল ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ১৬ অগাস্ট দুপুরে জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমীন পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি হয়। সংগঠনটির সভাপতি সাব্বির হুসাইন সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল ফাহাদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ সোহাগ, যুবদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ইয়ুথ সার্কেল ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জাহের মিয়া ।
এসময় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে যুব সমাজের ভুমিকা অপরিসীম। একমাত্র যুবকরাই পারে দেশকে বিশ্বের বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলে গড়ে তুলতে। তাই সকলকে ঐক্য থাকার আহ্বান জানান বক্তারা।