
শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ৩২ সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয় এবং সাংবাদিকদের হাতে পদত্যাগপত্রের কপি তুলে দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নকলা উপজেলা শাখার সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. হুমায়ুন কবির আকাশ মুটোফোনে বলেন, আমাকে অযোগ্য কোন হিসেবে বলেছে এটা আমার জানা নেই। তবে এটি আমাদের মধ্যে ভুল বুঝাবুজি হইছে। যে ১৫ জন পদত্যাগ পত্র দিছে বলছে তাদের নিয়ে বসে আমরা প্রেসরিলিজ দিব এবং দিকনির্দেশনা মূলক আলোচনায় বসব।
পদত্যাগের বিষয়ে শেরপুর জেলা এনসিপির ১নং যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবীর মিথুন মুটোফোনে জানান, নকলা উপজেলা কমিটি কি ভাবে দেয়া হইছিল সে বিষয়ে আমি অবগত ছিলাম না। এটা হঠাৎ করেই আসছে। নকলায় যে কমিটি দেওয়া হইছে সেই কমিটিতে লিডিং পজিশনে যারা আছে তাদের নেতৃত্ব মানতে চাচ্ছে না। তারা দল থেকে পদত্যাগ করে নাই। এই কমিটি থেকে পদত্যাগ এবং প্রত্যাখ্যান করেছে। আমি তাদের লিখিত কাগজ পেয়েছি।
উল্লেখ্য, গত ১০ আগস্ট মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী ও ১০ জনকে যুগ্ম সমন্বয়কারীসহ ২১ জনকে সদস্য করে আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলার সমন্বয় কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।