
কুষ্টিয়া জেলা কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মাদকের মামলায় গত ৯ আগস্ট থেকে কারাগারে ছিলেন তিনি।
রবিবার (১৮ আগস্ট) বিকেলে বুকে ব্যথা অনুভব করলে শফিকুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার বামনপাড়া এলাকার ওহেদ শেখের ছেলে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভব হলে রবিবার সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার মৃত্য হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানিয়েছেন, শফিকুল ইসলামের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। এর চিকিৎসার ব্যবস্থা কারাগারে নেই। জেনারেল হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পড়েই ওই হাজতির মৃত্যু হয়েছে।
জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম জানিয়েছেন, হাজতি শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। ১ হাজার পিস ইয়াবাসহ তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ময়নাতদন্তের জন্য শফিকুলের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।