ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা।

 নেত্রকোনার-৪ মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুরী – আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ৬৮ জনের নামে মামলা হয়েছে। মামলায় ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা  করা হয়েছে।  এই মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে রবিবারে নেত্রকোনা কোর্ট আদালতে পাঠানো হয়। মামলায় ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে আসামীকে মদন থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। শুক্রবার (২৩ মে) মামলাটি মদন থানায় দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে চোখ হারানো উপজেলা চানগাঁও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান মিন্টু ওরফে( নবাব) মিয়া।

  মামলা সূত্রে জানা যায়, গেল ২০২৪ সালের ১৮ জুলাই মদন পৌরসভার মগরা নদীর ব্রিজ এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলার খাদ্যগুদামের দিকে একটি ছাত্র-জনতা মিছিল নিয়ে আসছিল উপজেলা পরিষদের দিকে। পরে সাবেক এমপি সাজ্জাদুল হাসান তার মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ করেন, যে কোনো মূল্যে ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে প্রতিহত করতে হবে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতা ও মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সব সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদের ওপর ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়ে।

এছাড়া দেশীয় অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে মেহেদি হাসান নবাব ও শ্রমিক বারেক মিয়া ৫০ থেকে ৬০ জন গুরুতর আহত হয়। গুলিতে চোখ হারা মেহেদি হাসান নবাব সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ২৩ মে, বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করেন মদন থানায়। উক্ত মামলায় রিয়াজ উদ্দিন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর দাবি করে পুলিশ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, তিনি আরও জানান,মেহেদি হাসান মিন্টু (নবাব) বাদী হয়ে বিস্ফোরক আইনে এই মামলাটি দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

নেত্রকোণায় সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা।

প্রকাশের সময় : ১০:৩১:০২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 নেত্রকোনার-৪ মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুরী – আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ৬৮ জনের নামে মামলা হয়েছে। মামলায় ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা  করা হয়েছে।  এই মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে রবিবারে নেত্রকোনা কোর্ট আদালতে পাঠানো হয়। মামলায় ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে আসামীকে মদন থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। শুক্রবার (২৩ মে) মামলাটি মদন থানায় দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে চোখ হারানো উপজেলা চানগাঁও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান মিন্টু ওরফে( নবাব) মিয়া।

  মামলা সূত্রে জানা যায়, গেল ২০২৪ সালের ১৮ জুলাই মদন পৌরসভার মগরা নদীর ব্রিজ এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলার খাদ্যগুদামের দিকে একটি ছাত্র-জনতা মিছিল নিয়ে আসছিল উপজেলা পরিষদের দিকে। পরে সাবেক এমপি সাজ্জাদুল হাসান তার মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ করেন, যে কোনো মূল্যে ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে প্রতিহত করতে হবে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতা ও মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সব সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদের ওপর ককটেল নিক্ষেপ ও গুলি ছুড়ে।

এছাড়া দেশীয় অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে মেহেদি হাসান নবাব ও শ্রমিক বারেক মিয়া ৫০ থেকে ৬০ জন গুরুতর আহত হয়। গুলিতে চোখ হারা মেহেদি হাসান নবাব সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ২৩ মে, বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করেন মদন থানায়। উক্ত মামলায় রিয়াজ উদ্দিন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর দাবি করে পুলিশ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, তিনি আরও জানান,মেহেদি হাসান মিন্টু (নবাব) বাদী হয়ে বিস্ফোরক আইনে এই মামলাটি দায়ের করেন।