
কেন্দুয়া পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)” স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) জনাবা স্বপ্না রানী সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাবা নিলুফা ইয়াসমিন নিপা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তার,সমন্বয়ক মাধ্যমিক শিক্ষা অফিসার ( চলতি দায়িত্ব ) শফিকুল বারী ও সঞ্চালনায় ছিলেন সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালি সহকারী কমিশনার (ভূমি) জনাবা নিলুফা ইয়াসমিন নিপা প্রধান অতিথির বক্তব্যে বলেন “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি। আজকের এই সম্মাননা ভবিষ্যতের শিক্ষাক্ষেত্রে আরও ভালো কিছু করার প্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমের ইতিবাচক প্রভাব ও সাফল্য তুলে ধরেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, নেত্রকোণা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত থেকে তাদের অনুভুতি প্রকাশ করেন।
শিক্ষাক্ষেত্রে গুণগত মান ও স্বচ্ছতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী বলে মন্তব্য করেন উপস্থিত সকলে