
মহেশপুর সীমান্তে পৃথক চারটি অভিযানে ভারতীয় ফেন্সিডিল, মদ ও যৌন উত্তেজক ওষুধ ভায়াগ্রা উদ্ধার করেছে ৫৮ বিজিবি।
এসব অভিযানে কাউকে আটক করা না গেলেও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, ২৭ ও ২৮ জুলাই ২০২৫ তারিখে নিমতলা, মাধবখালী, রাজাপুর ও নতুনপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মোট উদ্ধার হয় ১৭২ বোতল ফেন্সিডিল, ২০ বোতল ভারতীয় মদ এবং ১২৭৭ পিচ ভায়াগ্রা ট্যাবলেট। সবগুলো অভিযানই ছিল আসামীবিহীন। নিমতলা বিওপি এলাকা থেকে উদ্ধার করা হয় ৫৮ বোতল ফেন্সিডিল ও ৩৯২ পিচ ভায়াগ্রা, মাধবখালী থেকে ৪৮৫ পিচ ভায়াগ্রা, রাজাপুর থেকে ২০ বোতল মদ ও ৪০০ পিচ ভায়াগ্রা এবং নতুনপাড়া থেকে ১১৪ বোতল ফেন্সিডিল।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাকারবার রোধে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এই ধারা আরও জোরদার করা হবে। মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির চারটি পৃথক অভিযানে ১৭২ বোতল ফেন্সিডিল, ২০ বোতল ভারতীয় মদ ও ১২৭৭ পিচ ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা যায়নি।