
ছবি সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকার মকস বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর একজনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।
এদিকে, নিখোঁজ দুইজনের সন্ধানে বিলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্তানদের খোঁজ পেতে পরিবারের সদস্যরা সকাল থেকে বিলের ধারে আহাজারি করছেন। দুপুর ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই দুই যুবকের সন্ধান মেলেনি।
মারা যাওয়া যুবকের নাম রফিকুল (১৮)। তিনি সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকালে রফিকুল তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় বেড়াতে আসেন। বিকেলে পাঁচ বন্ধুদের সঙ্গে একটি ছোট নৌকা নিয়ে মকস বিলে ঘুরতে যান তিনি।
প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের বহনকারী নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এসময় সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও তাদের অপর তিন বন্ধু নিখোঁজ হন।
আশপাশের লোকজন বিলে খুঁজেও নিখোঁজ কিশোরদের উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকাল ৮টার দিকে রফিকুলের মরদেহ উদ্ধার করেন তারা।
মারা যাওয়া রফিকুলের চাচা ফারুক হোসেন বলেন, “ভাতিজা তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। আমরা খবর পাই, বিলে সে ডুবে গেছে। আজ সকালে ওর লাশ ডুবুরিরা উদ্ধার করেছে। শোকে ভাই-ভাবিসহ পরিবারের সবাই পাগলপ্রায়।”
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “মকস বিলে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হন। আমরা গতকাল উদ্ধার অভিযান শুরু করেছি। আজ শনিবার সকালে রফিকুল নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। অন্য দুইজনের সন্ধানে কাজ করা হচ্ছে।”