
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ফিরে আসার সময় ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন নামের একজনকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৯ জুলাই) সকালে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের তাহিরপুরের লাউড়েরগড় বিওপির সদস্যরা দশঘর এলাকা থেকে ভারতীয় রুপিসহ তাকে আটক করে। আটককৃত কামাল হোসেন তাহিরপুর উপজেলার গাঘটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
বিজিবি জানিয়েছে, কামাল হোসেন বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। ফেরত আসার সময় ভারতীয় রুপিসহ লাউড়েরগড়ের দশঘর এলাকায় তাকে আটক করা হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ফেরত আসার সময় ভারতীয় রুপিসহ কামাল হোসেনকে আটক করা হয়। তাকে তাহিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।