
১৭ জুলাই’ ২০২৫ : কুষ্টিয়া পৌরসভার ২১ ওয়ার্ডের ওএমএস ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারিতে অংশ নেওয়াদের মধ্যে আওয়ামী লীগ কর্মীর নাম থাকায় হট্টগোল করেছে বিএনপি জামায়াত ও ছাত্র জনতার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ওএমএস ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি করার আয়োজন চলছিল। এসময় লটারিতে অংশ নেওয়া ডিলারদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এই তালিকায় আওয়ামী কর্মী ও দোষরদের নাম থাকায় বাধ সাধে বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নেতাকর্মীরা। তারা একযোগে আওয়ামী দোষরদের নাম বাদ দেওয়ার জন্য শোরগোল ও হট্টগোল শুরু করে।
অনেকেই লটারি অনুষ্ঠান থেকে বের হয়ে যান। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান ওএমএস ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি স্থগিত করেন। শেখ হাসান বেলাল স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া।