
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিcপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৬ ও ৭ জুলাই রাতভর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই রাত ১০টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-এস সংলগ্ন মোঃ আছর আলীর মেহগনি বাগানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২২৪ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন সুবেদার মোঃ শরাফত আলীর নেতৃত্বাধীন দল।
একই রাতে, আনুমানিক ৯টা ৩০ মিনিটে জীবননগর বিওপির অধীনস্থ দাঙ্গাপাড়া গ্রামের ছাগলের ফার্মের পাশ থেকে হাবিলদার মোঃ আজিজুল হকের নেতৃত্বে ১০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরদিন, ৭ জুলাই ভোর ৩টা ৪৫ মিনিটে মাটিলা বিওপির সীমান্ত পিলার ৫৩/১-এস এর ২০০ গজ বাংলাদেশের ভেতর থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৬২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
এ অভিযানে নেতৃত্ব দেন নায়েক মোঃ জাহাঙ্গীর কবির। ৭ জুলাই সকাল ৬টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপির চাপাতলা গ্রামের একটি গোলাপ বাগানের সামনের পাকা রাস্তা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশকালে তিন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খান।
এছাড়া একইদিন সকাল ৭টা ৫০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লাপাড়া গ্রামের মাঠ থেকে হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৯ বছর বয়সী বিল্লাল মোড়লকে আটক করা হয়, যিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা গ্রামের বাসিন্দা। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তে মাদক ও অবৈধ পারাপার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।