নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের রফিকুল ইসলাম শামীম (৩৭) নিখোঁজ হওয়ার তিনদিন পর তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আর শামীমের পরিবার আশঙ্কা করছে—তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়েছে। শনিবার (৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের সংযোগস্থলের ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি দেখতে পান স্থানীয়রা।
পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, “স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি। তবে গাড়িটির চাবি পাওয়া যায়নি এবং ঘটনাস্থলে অন্য কোনো আলামতও মেলেনি।
বিষয়টি তদন্তাধীন রয়েছে।” নিখোঁজ হওয়ার বিষয়ে গত ৩ জুলাই কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রফিকুলের বড় ভাই মো. সাইফুল ইসলাম (৩৯)। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে রফিকুল ইসলাম শামীম নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রফিকুলের পরিবারের দাবি, এটি নিছক নিখোঁজের ঘটনা নয়। কেউ পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে হত্যা করতে পারে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তার লাশ গুম করেছে। এ ঘটনায় তারা শঙ্কিত ও ভীত। এদিকে এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে ঘিরে নানা গুঞ্জন ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, এই ঘটনার পেছনে বড় কোনো অপরাধচক্র জড়িত থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তারা তৎপর রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে।