
মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন গোপালের চিকিৎসা সহায়তায় ইনস্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটি ও আরটিভি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পাহাড়ি জনপদ মুরইছড়া চা বাগানের সনচড়ি সাওতাল ও অনিল সাওতালের সারে ৩ বছরের একমাত্র সন্তান গোপাল সাওতাল।
ঘরের মেঝেতে একটা ছোট গোলাকার গর্তে সাড়ে তিন বছরের গোপাল দিন কাটে। তার সেই প্রতিবন্ধী জীবনের গল্প নিয়ে আরটিভিতে প্রচারিত সংবাদ লাখ লাখ দর্শকের হ্নদয় ছুঁয়েছিলো। সেই সংবাদের পর বিশেষ চাহিদা সম্পন্ন গোপালের পাশে দাড়ায় ইনস্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটি এবং আরটিভি।
আজ কুলাউড়া উপজেলার পাহাড়ি জনপদ মুরইছড়া চা বাগানে গোপালের চিকিৎসা ও জীবনমান উন্নয়নের লক্ষে ইনস্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আরটিভির সহযোগিতায় সংগঠনটির সাধারন সম্পাদক ও আরটিভির বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলাম নগদ অর্থ,পোশাক, ট্রেনিং ম্যাটেরিয়াল এন্ড খেলনা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম। সৈয়দা মুনিরা ইসলাম এর হাত থেকে এসব গ্রহন করেন গোপালের মা সনচড়ি সাওতাল ও বাবা অনিল সাওতাল।