
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারকালে নারী-শিশুসহ ২৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্র জানায়, ১ ও ২ জুলাই তারিখে মাধবখালী, উথুলী, শ্রীনাথপুর, বাঘাডাঙ্গা, খোসালপুর ও কুসুমপুর বিওপি এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ মাদকবিরোধী অভিযানে মোট ৭৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ ও ভারত থেকে বাংলাদেশে আগমনের সময় মোট ২৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৬ জন এবং শিশু ৬ জন রয়েছে।
আটকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:
উন্নতি কীর্তনীয়া (মাদারীপুর),মোঃ হাফিজুল শেখ (বাগেরহাট),মোঃ জয়নাল আবেদীন (নড়াইল),মোঃ সোহেল সরদার, মোস্তাফিজুর রহমান, সামছুর রহমান (সাতক্ষীরা),নেপাল দাস, উদ্বব দাস, শিশুপদ জল দাস (চট্টগ্রাম ও নোয়াখালী)।
বিজিবি জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এ সকল অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও টহল দলসমূহ।