
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ তিনজনকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় দুই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্যোৎস্না আক্তার নামের এক ভুক্তভোগী নারী কেন্দুয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, গত ৮ জুন বিকেলে একই এলাকার মৃত আব্দুর রাজ্জাক রেজু মিয়ার চার ছেলে ও অজ্ঞাত আরও ২-৩ জন তাদের পারিবারিক মালিকানাধীন জমিতে বেআইনিভাবে প্রবেশ করে বেড়া দেয়ার চেষ্টা করে। বাধা দিলে তার স্বামী ইদ্রিস আলী ও মেয়ে রুজিনা আক্তার এবং ননদ ঝর্ণাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
ঘটনার পর আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ৩ নম্বর আসামি মাহমুদুল হাসান কিরণকে ৩০ জুন রাত ২টায় নিজ বাড়ি থেকে আটক করে আদালতে পাঠায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) জাহিদ হাসান জানান, “ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”