
: নেত্রকোনার কেন্দুয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ূন দিলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. সালমা লাইজু, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল। তিনি তার বক্তব্যে বলেন, “বস্তায় সবজি চাষ একটি সহজ ও কার্যকর পদ্ধতি।
পাশাপাশি জৈব সার উৎপাদনের মাধ্যমে নিরাপদ ও টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক (জেলা প্রশিক্ষণ) কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি বাবু সমরেন্দ্র বিশ্বশর্মা হেফাজতে ইসলাম কেন্দুয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দুয়া শাখা সাদেকুর রহমান, জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজুয়ান খান হৃদয়,সভাপতি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দুয়া সালাউদ্দিন আইয়ূবী প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।