ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণা শীর্ষ সংবাদ সংক্ষেপ

                                                     নেত্রকোণা সারাদিন : সংক্ষেপ খবরাখবর
১, নেত্রকোণার কেন্দুয়ায় উৎসবমুখর আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস কেন্দুয়া উপজেলার উদ্যোগে সোমবার (২৩ জুন) সায়মা শাহজাহান একাডেমী প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে নতুন সমাজ বিনির্মানে যুবকদের ভুমি অপরিশীম। রাষ্ট্র তথা সমাজের নানা ক্ষেত্রে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদেরকে দায়িত্ববান ও আত্মনির্ভরশীল করে সু-সংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপদান করতে যুব ফোরামের মাধ্যমে কাজ করছে স্থানীয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘আস্থা’ প্রকল্প।
এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগে ২৮টি উপজেলায় যুব ফোরাম গঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করার জন্য নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
 সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ডিএসকে মিলনায়তনে, যুব ফোরামের সদস্য এস এম শাহীনের সঞ্চালনায়, উপজেলা কমিটির আহবায়ক রাজস গৌড় এর সভাপতিত্বে, শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করতে যুবদের করণীয় বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, সুইজারল্যান্ড এম্বেসির হেড অফ কো-অপারেশন করিন আলেকজান্ড্রা, এম্বেসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, রূপান্তর সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, নাগরিক প্লাটফর্মের আহবায়ক হারাধন সাহা প্রমুখ।
বক্তারা, সহনশীল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে প্রান্তিক যুবশক্তি, বাল্যবিয়ে ও মাদক নির্মুল, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষমতায়ন জোরারোপ করে তুলতে, উপজেলা প্রশাসন সহ নিজ নিজ অবস্থান থেকে যুব ফোরামের সদস্যদের সহায়তা করার আশ্বাস দেন।
২, নেত্রকোণার বারহাট্টা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ডায়ানোস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়েছে।
সোমবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসানের নেতৃত্বে এ অভিযান হয়।
অভিযানে পাঁচটি ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে একটি ডায়ানোস্টিক সেন্টার সিলগালা এবং বাকি চারটি ডায়াগনোস্টিক সেন্টারকে সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান এবং বারহাট্টা থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
এ অভিযান বারহাট্টা হাসপাতাল রোড, অডিটোরিয়াম এলাকা এবং এর আশেপাশের ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, এ অভিযান শুধুমাত্র শাস্তিমূলক নয়। বরং জনস্বাস্থ্যের নিরাপত্তার প্রশ্নে একটি নীতিগত পদক্ষেপ। আমরা চাই, প্রতিটি মানুষ নিরাপদ এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা পান। ইতিপূর্বে ও বিভিন্ন সময়ে আমরা এসব প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। কিন্তু তারা বারবার আইন ভেঙে জনস্বাস্থ্য নিয়ে অবহেলা করেছে। লাইসেন্স ছাড়া ডায়াগনোস্টিক সেবা চালু রাখা সম্পূর্ণ বেআইনি। আমরা এধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এবং ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যে কোনো বেসরকারি ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনার জন্য যথাযথ লাইসেন্স, প্রশিক্ষিত টেকনিশিয়ান, চিকিৎসক এবং আধুনিক সরঞ্জামের প্রয়োজন হয়। অভিযানে দেখা যায়, বেশির ভাগ প্রতিষ্ঠানেই নেই নিয়মিত রেজিস্ট্রেশন, কিছু ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অদক্ষ কর্মচারী এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পরিবেশ। এসব অপরাধে তাদের বিরুদ্ধে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি রেগুলেশন অর্ডিন্যান্স, ১৯৮২ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, শিগগিরই উপজেলার প্রতিটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে তদারকির আওতায় আনা হবে এবং যারা লাইসেন্সহীন বা অদক্ষভাবে সেবা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান প্রমাণ করে, কোনো প্রতিষ্ঠানেরই অবৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নেই। জনস্বাস্থ্য নিয়ে যারা গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।
৩ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ: দেলোয়ার হোসেন ভূঁইয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি কল্যাণরাষ্ট্র গঠনের দিকনির্দেশনা, এমন মন্তব্য করেছেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।
সোমবার বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই ৩১ দফার প্রতিটি ধাপে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কৃষি ও শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবা, দুর্নীতি দমন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় বিএনপি আয়োজিত এ সভায় বলাইশিমুল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সৈয়দ মাহমুদুল হক ফারুক, আব্দুল আউয়াল বকুল, ফরিদ আহমেদ, আমিনুল ইসলাম সবুজ, নজরুল ইসলাম, শাওন খন্দকার জুয়েল, কামরুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল নোমান, শাফিন আহমেদ প্রিন্স, আবুল হাসনাত আরিফ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

নেত্রকোণা শীর্ষ সংবাদ সংক্ষেপ

প্রকাশের সময় : ০৮:৪১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
                                                     নেত্রকোণা সারাদিন : সংক্ষেপ খবরাখবর
১, নেত্রকোণার কেন্দুয়ায় উৎসবমুখর আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস কেন্দুয়া উপজেলার উদ্যোগে সোমবার (২৩ জুন) সায়মা শাহজাহান একাডেমী প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে নতুন সমাজ বিনির্মানে যুবকদের ভুমি অপরিশীম। রাষ্ট্র তথা সমাজের নানা ক্ষেত্রে যুবকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদেরকে দায়িত্ববান ও আত্মনির্ভরশীল করে সু-সংগঠিত উৎপাদনমুখী শক্তিতে রূপদান করতে যুব ফোরামের মাধ্যমে কাজ করছে স্থানীয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘আস্থা’ প্রকল্প।
এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগে ২৮টি উপজেলায় যুব ফোরাম গঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করার জন্য নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
 সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ডিএসকে মিলনায়তনে, যুব ফোরামের সদস্য এস এম শাহীনের সঞ্চালনায়, উপজেলা কমিটির আহবায়ক রাজস গৌড় এর সভাপতিত্বে, শান্তি-সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের চর্চাকে ত্বরান্বিত করতে যুবদের করণীয় বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, সুইজারল্যান্ড এম্বেসির হেড অফ কো-অপারেশন করিন আলেকজান্ড্রা, এম্বেসির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, রূপান্তর সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, নাগরিক প্লাটফর্মের আহবায়ক হারাধন সাহা প্রমুখ।
বক্তারা, সহনশীল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে প্রান্তিক যুবশক্তি, বাল্যবিয়ে ও মাদক নির্মুল, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষমতায়ন জোরারোপ করে তুলতে, উপজেলা প্রশাসন সহ নিজ নিজ অবস্থান থেকে যুব ফোরামের সদস্যদের সহায়তা করার আশ্বাস দেন।
২, নেত্রকোণার বারহাট্টা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ডায়ানোস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়েছে।
সোমবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসানের নেতৃত্বে এ অভিযান হয়।
অভিযানে পাঁচটি ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে একটি ডায়ানোস্টিক সেন্টার সিলগালা এবং বাকি চারটি ডায়াগনোস্টিক সেন্টারকে সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান এবং বারহাট্টা থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
এ অভিযান বারহাট্টা হাসপাতাল রোড, অডিটোরিয়াম এলাকা এবং এর আশেপাশের ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, এ অভিযান শুধুমাত্র শাস্তিমূলক নয়। বরং জনস্বাস্থ্যের নিরাপত্তার প্রশ্নে একটি নীতিগত পদক্ষেপ। আমরা চাই, প্রতিটি মানুষ নিরাপদ এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা পান। ইতিপূর্বে ও বিভিন্ন সময়ে আমরা এসব প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। কিন্তু তারা বারবার আইন ভেঙে জনস্বাস্থ্য নিয়ে অবহেলা করেছে। লাইসেন্স ছাড়া ডায়াগনোস্টিক সেবা চালু রাখা সম্পূর্ণ বেআইনি। আমরা এধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এবং ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যে কোনো বেসরকারি ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনার জন্য যথাযথ লাইসেন্স, প্রশিক্ষিত টেকনিশিয়ান, চিকিৎসক এবং আধুনিক সরঞ্জামের প্রয়োজন হয়। অভিযানে দেখা যায়, বেশির ভাগ প্রতিষ্ঠানেই নেই নিয়মিত রেজিস্ট্রেশন, কিছু ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অদক্ষ কর্মচারী এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পরিবেশ। এসব অপরাধে তাদের বিরুদ্ধে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি রেগুলেশন অর্ডিন্যান্স, ১৯৮২ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, শিগগিরই উপজেলার প্রতিটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে তদারকির আওতায় আনা হবে এবং যারা লাইসেন্সহীন বা অদক্ষভাবে সেবা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান প্রমাণ করে, কোনো প্রতিষ্ঠানেরই অবৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নেই। জনস্বাস্থ্য নিয়ে যারা গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।
৩ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ: দেলোয়ার হোসেন ভূঁইয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি কল্যাণরাষ্ট্র গঠনের দিকনির্দেশনা, এমন মন্তব্য করেছেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।
সোমবার বিকেলে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই ৩১ দফার প্রতিটি ধাপে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কৃষি ও শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবা, দুর্নীতি দমন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় বিএনপি আয়োজিত এ সভায় বলাইশিমুল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সৈয়দ মাহমুদুল হক ফারুক, আব্দুল আউয়াল বকুল, ফরিদ আহমেদ, আমিনুল ইসলাম সবুজ, নজরুল ইসলাম, শাওন খন্দকার জুয়েল, কামরুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল নোমান, শাফিন আহমেদ প্রিন্স, আবুল হাসনাত আরিফ।