
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তায় তথ্য কেন্দ্র চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নেত্রকোণা সরকারি কলেজ শাখা।
শহীদ মোস্তফা আল মুস্তাফিজ তথ্য কেন্দ্রের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে চালু হওয়া এ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষার্থীদের ফরম পূরণ, বিষয় নির্বাচন, ভর্তি নির্দেশিকা, পরীক্ষাসামগ্রী প্রস্তুতি ও নানা পরামর্শসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে গত ২৫ এপ্রিল রাত ১২টায়। আজ ৩১ মে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
তথ্য কেন্দ্রটি ঘিরে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া দেখা গেছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তারা জানান, ভর্তির প্রতিটি ধাপে শিক্ষার্থীদের সহযোগিতা করাই তাদের মূল লক্ষ্য। তথ্য কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মিলন, সেক্রেটারি ইয়াসিন মাহমুদ রাসেল, অফিস সম্পাদক আতিফ হাসান ও অর্থ সম্পাদক আল ইমরান। এছাড়া নেত্রকোণা সরকারি কলেজ শাখার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ সভাপতি উমর ফারুক, সেক্রেটারি রিয়াজ উদ্দিন রিদওয়ান, জিহাদ আল সোয়াদ ও অর্থ সম্পাদক রেজাউল করিম।