
ছবি সংগৃহীত
নাটোরের যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জুন) বিকেল দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক বাবু, যাত্রী ঢাকার বাসিন্দা শহিদুল ইসলাম ও সাগর। তবে এখনো পর্যন্ত একজনের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক রাজশাহী থেকে নাটোরের দিকে আসছিলেন। একই সময়ে সিরাজগঞ্জ থেকে রাব্বি নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বিকেল পাঁচটার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে বাসের চালক এবং সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নিহতের সবারই পরিচয় এবং ঠিকানা শনাক্তের কাজ চলছে।