
ছবি সংগৃহীত
কুমিল্লার লাকসামে এক তরুণীকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- লাকসাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশাচালক এনায়েত রহমান সাক্কু (১৯), বড়তুপা গ্রামের মকবুলের ছেলে সাগর (২৬) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার স্বপন মিয়া (২১)।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি লাকসামের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। গত ৮ জুন ওই তরুণী তার প্রেমিককে খুঁজতে লাকসাম বাজারে যান। এ সময় এনায়েত রহমান সাক্কু নামে এক অটোরিকশাচালকের সঙ্গে তার পরিচয় হয়। লাকসাম শহরে তার প্রেমিককে খুঁজে দেওয়ার আশ্বাস দেন সাক্কু। খোঁজাখুঁজির পর প্রেমিকের সন্ধান না পেয়ে ওই দিন রাত ১০টার দিকে তারা লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশের প্ল্যাটফর্মে গিয়ে বসেন।
তখন রেলস্টেশনের কিছু বখাটে তরুণীকে উত্ত্যক্ত করতে থাকলে সাক্কু তাকে স্ত্রী হিসেবে পরিচয় দেন। এরপর বখাটেরা তাদের দুজনকে ভোর সাড়ে চারটা পর্যন্ত স্টেশনে বসিয়ে রাখেন। একপর্যায়ে সাক্কু ওই যুবকদের জানান, তিনি তরুণীর কেউ নন। পরে সাক্কুসহ খোরশেদ, সাগর ও স্বপন নামের তিন বখাটে তরুণীকে সেখান থেকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। সর্বশেষ পরিবারের সহায়তায় থানায় এসে বিষয়টি পুলিশকে জানান ভুক্তভোগী ওই তরুণী।
এ ঘটনায় সোমবার (১৬ জুন) রাতে ভুক্তভোগীর মামাতো ভাই বাদী হয়ে চারজনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ভুক্তভোগীকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।