ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় চলছে ভোটগ্রহণ বিজিএমইএ নির্বাচনে

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন—বিজিএমইএর পরিচালনা পর্ষদের বহুল আলোচিত নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ও চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে ফোরামের প্যানেল লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। এর আগে তিনি সংগঠনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, সম্মিলিত পরিষদের নেতৃত্বে রয়েছেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম। তিনি আগে সংগঠনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই নির্বাচনে ৩৫টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছে তিনটি জোট—ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। প্রতিদ্বন্দ্বিতা জমবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। কারণ তারা দুই কেন্দ্রেই পূর্ণ প্রার্থী দিয়েছে। ঐক্য পরিষদ মনোনয়ন দিয়েছে মাত্র ছয়টি পদে। সব মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জন।

নির্বাচনে মোট ভোটার এক হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ভোট দেবেন এক হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন। গতবছর ভোটার ছিলেন দুই হাজার ৪৯৬ জন।
ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ শান্ত থাকলেও কিছু বহিরাগত লোকজন কেন্দ্রের বাইরে জমায়েত হয়ে ভোটারদের মধ্যে ভীতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে দীর্ঘদিন পর ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা।

গেল বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিজিএমইএর পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। প্রশাসক নিয়োগের ১২০ দিনের মাথায় নির্বাচন আয়োজনের কথা থাকলেও ভোটার তালিকা হালনাগাদ ও কিছু কারখানায় শ্রম অসন্তোষে তা পিছিয়ে যায়। এতে নির্দিষ্ট সময়ের চার মাস পর হচ্ছে বিজিএমই নির্বাচন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

ঢাকায় চলছে ভোটগ্রহণ বিজিএমইএ নির্বাচনে

প্রকাশের সময় : ০২:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন—বিজিএমইএর পরিচালনা পর্ষদের বহুল আলোচিত নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ও চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে ফোরামের প্যানেল লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। এর আগে তিনি সংগঠনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, সম্মিলিত পরিষদের নেতৃত্বে রয়েছেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম। তিনি আগে সংগঠনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই নির্বাচনে ৩৫টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছে তিনটি জোট—ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। প্রতিদ্বন্দ্বিতা জমবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। কারণ তারা দুই কেন্দ্রেই পূর্ণ প্রার্থী দিয়েছে। ঐক্য পরিষদ মনোনয়ন দিয়েছে মাত্র ছয়টি পদে। সব মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জন।

নির্বাচনে মোট ভোটার এক হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ভোট দেবেন এক হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন। গতবছর ভোটার ছিলেন দুই হাজার ৪৯৬ জন।
ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ শান্ত থাকলেও কিছু বহিরাগত লোকজন কেন্দ্রের বাইরে জমায়েত হয়ে ভোটারদের মধ্যে ভীতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে দীর্ঘদিন পর ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা।

গেল বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিজিএমইএর পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। প্রশাসক নিয়োগের ১২০ দিনের মাথায় নির্বাচন আয়োজনের কথা থাকলেও ভোটার তালিকা হালনাগাদ ও কিছু কারখানায় শ্রম অসন্তোষে তা পিছিয়ে যায়। এতে নির্দিষ্ট সময়ের চার মাস পর হচ্ছে বিজিএমই নির্বাচন।