
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গগডা বাজারে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে এক মনোহারী দোকানের ৫ বস্তা চাল নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাতনামা এক প্রতারক।এ ঘটনাটি সোমবার (১৬ জুন) দুপুরে গগডা বাজারে ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রবিন খান কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়,গগডা বাজারের ‘অন্তর ভ্যারাইটিস স্টোর’ নামে একটি মনোহারী দোকান পরিচালনা করেন রবিন খান(২৮)। সোমবার (১৬ জুন) দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার দোকানে এসে ৫ বস্তা চাল ক্রয় করেন, যার মূল্য মোট ৭,৫০০ টাকা। প্রতারক ব্যক্তি দোকানিকে জানান,তার কাছে সে সময়ে টাকা নেই, তবে পরিচিত একজন রিকশাচালকের মাধ্যমে চাল নিয়ে গিয়ে চালান বাবদ অর্থ দিয়ে দেবে।
এ প্রেক্ষিতে রবিন খান তার আত্মীয় সম্পর্কে জামাইয়ের এক অটোরিকশা ঠিক করে দেন। প্রতারকের পরিকল্পনা অনুযায়ী, চাল নিয়ে অটো রিকশাটি কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে,প্রতারক চালগুলো নামিয়ে দেন এবং রিকশাচালককে বলেন, তিনি কেন্দুয়া বাজার থেকে এক বস্তা আলু কিনে আনবেন। এর জন্য অটোরিকশাটিসহ চালককে তার সঙ্গে নিয়ে বাজারে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে প্রতারক চলে যায়। কিছুক্ষণ অপেক্ষার পর সে ফিরে না আসায় অটোচালক রেখে যাওয়া চাউলের বস্তার কাছে এসে দেখে বস্তাগুলোও নেই।পরে বিষয়টি জানাজানি হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রবিন খান।
ভুক্তভোগী রবিন খান জানান, অটো রিকশার চালককে কৌশলে সরিয়ে চাল নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাত এই ব্যক্তি। থানায় অভিযোগ করেছি। পাশাপাশি সিসি ক্যামেরার একটি ফুটেজ সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।