ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক সহ নিহত দুই

  ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবারবার দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক সড়কে রাজাপুর উপজেলা গালুয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরার পারনান্দুয়ালী এলাকার মৃত মজিদ বিশ্বাসের ছেলে মশিউর রহমান বিশ্বাস (৬৫) এবং ফরিদপুরের কামারখালী এলাকার আজিজ বিশ্বাসের ছেলে সুয়াজ বিশ্বাস (৪৫)। এরা দুজনেই পিকআপ ভ্যানের চালক। এ সময় চালকের আসনে ছিলেন, সুয়াজ বিশ্বাস। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল।

এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসমশ পিকআপটি উল্টে পাশের খাদে পড়ে যায়। পিকআপ ভ্যানটি দুমড়ে মুচরে যাওয়ায় চালকের আসনে থাকা সুয়াজ বিশ্বাসের লাশ পুলিশ এখনো বের করতে পারেনি। অপর চালক মশিউর রহমানের লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপ ভ্যান থেকে উদ্ধার হওয়া দুটি জাতীয় পরিচয়পত্র ও একটি মুঠোফোন নম্বর থেকে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

নিহত মশিউর রহমানের খালাতো ভাই রুহুল আমিন (৬৫) মুঠোফোনে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বোঝাই করে পিকআপ ভ্যানটি নিয়ে দুই চালক ঝালকাঠির দিকে যাচ্ছিলেন। পথে দূরপাল্লা গাড়ির সাথে সংঘর্ষে তাঁরা নিহত হন। নিহত মশিউর রহমান দুই ছেলে ও দুই মেয়ের জনক। নিহতের স্বজনরা লাশ নিজেদের হেফাজতে নিতে ঝালকাঠিতে রওনা দিয়ে গেছেন।

অপরদিকে দূরপাল্লার পরিবহন হানিফ গাড়িতে কোন যাত্রী ছিলেন না। একজন গাড়ির চালক ও দুজন হেল্পার ছিলেন। তাঁরা ঘটনার পর পলাতক রয়েছেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করেছে। অপর জনের লাশ পিক-আপের মধ্যে আটকা পড়ায় তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

মাহিন হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার হলো ফটিকছড়িতে

ঝালকাঠিতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক সহ নিহত দুই

প্রকাশের সময় : ০৪:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

  ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবারবার দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক সড়কে রাজাপুর উপজেলা গালুয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরার পারনান্দুয়ালী এলাকার মৃত মজিদ বিশ্বাসের ছেলে মশিউর রহমান বিশ্বাস (৬৫) এবং ফরিদপুরের কামারখালী এলাকার আজিজ বিশ্বাসের ছেলে সুয়াজ বিশ্বাস (৪৫)। এরা দুজনেই পিকআপ ভ্যানের চালক। এ সময় চালকের আসনে ছিলেন, সুয়াজ বিশ্বাস। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল।

এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসমশ পিকআপটি উল্টে পাশের খাদে পড়ে যায়। পিকআপ ভ্যানটি দুমড়ে মুচরে যাওয়ায় চালকের আসনে থাকা সুয়াজ বিশ্বাসের লাশ পুলিশ এখনো বের করতে পারেনি। অপর চালক মশিউর রহমানের লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপ ভ্যান থেকে উদ্ধার হওয়া দুটি জাতীয় পরিচয়পত্র ও একটি মুঠোফোন নম্বর থেকে নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

নিহত মশিউর রহমানের খালাতো ভাই রুহুল আমিন (৬৫) মুঠোফোনে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বোঝাই করে পিকআপ ভ্যানটি নিয়ে দুই চালক ঝালকাঠির দিকে যাচ্ছিলেন। পথে দূরপাল্লা গাড়ির সাথে সংঘর্ষে তাঁরা নিহত হন। নিহত মশিউর রহমান দুই ছেলে ও দুই মেয়ের জনক। নিহতের স্বজনরা লাশ নিজেদের হেফাজতে নিতে ঝালকাঠিতে রওনা দিয়ে গেছেন।

অপরদিকে দূরপাল্লার পরিবহন হানিফ গাড়িতে কোন যাত্রী ছিলেন না। একজন গাড়ির চালক ও দুজন হেল্পার ছিলেন। তাঁরা ঘটনার পর পলাতক রয়েছেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করেছে। অপর জনের লাশ পিক-আপের মধ্যে আটকা পড়ায় তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।