
ছবি বেঙ্গল নিউজ অনলাইন
নেত্রকোণার আটপাড়ায় ভারতীয় পণ্য বোঝাই পিকআপসহ ইশ্বরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহের শীর্ষ চোরাকারবারি লুঙ্গী মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘ দিন ধরে একটি চোরা কারবারি চক্র কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন পন্য এনে চোরাই পথে ব্যাবসা করে আসছে। পুলিশের নজরধারিতে নেত্রকোনার আটপাড়া উপজেলার মুসলিমপুর এলাকায় ভারতীয় পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
আটক পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন ২১-৫৭৪৯। ভ্যানটিতে থাকা ভারতীয় পণ্যের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন— ১. মামুন মিয়া অরফে লুঙ্গী মামুন (৩৬), পিতা: সাইদুর রহমান, গ্রাম: তেলোয়ারি, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ।
২. মো. চন্দন মিয়া (২৭), পিতা: ফজলুর রহমান, গ্রাম: বারোপাড়া, ইউনিয়ন: মুশুল্লি, উপজেলা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যবোঝাই গাড়ি ও দুজনকে আটক করেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।” সীমান্তের নজরদারি নিয়ে প্রশ্ন এদিকে, সীমান্তবর্তী কলমাকান্দা এলাকা হয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটপাড়ায় কীভাবে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। আঠারবাড়ি ছাত্রদলের সভাপতি ও এলাকার প্রভাবশালীদের জরিত থকারও অভিযেগ রয়েছে।
তাদের অভিযোগ, বিজিবি, কলমাকান্দা থানা, বারহাট্টা থানা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কীভাবে এত বড় চালান গোপনে পেরিয়ে যেতে দিল? এ ঘটনায় সীমান্ত ব্যবস্থাপনায় নজরদারির ঘাটতি ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।