
নেত্রকোণা প্রতিনিধিঃ সম্প্রতি নেত্রকোণার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইন করা ৩২জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হয়েছে। শুক্রবার বেলা তিনটায় জেলা কারাগারে এই ৩২জনকে শাড়ী, লুঙ্গি ও শিশুতোষ পোশাক উপহার দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, জেল সুপার আব্দুল্লাহ্ ইবনে তোফাজ্জল হোসেন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৪জুন নেত্রকোণার বিজয়পুর সীমান্ত দিয়ে ২২জন নারী, ৮জন পুরুষ ও ২জন শিশুসহ ৩২জনকে পুশইন করে বিএসএফ।
এরপর তাদেরকে আটক করে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এরপর থেকে তারা নেত্রকোণা জেল হাজতে রয়েছেন। রাজীব সরকার নেত্রকোণা প্রতিনিধি