
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গণঅধিকার পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৬ মে) গণঅধিকার পরিষদের জেলা কমিটির পক্ষ থেকে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. খায়রুল ইসলামকে আহ্বায়ক ও উমর ফারুক রবিনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরাও কেন্দুয়া উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। জানা যায়, আহ্বায়ক মো. খায়রুল ইসলাম ও সদস্য সচিব উমর ফারুক রবিন—দুজনই কেন্দুয়া পৌরসভার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। কমিটি ঘোষণার পরপরই আহ্বায়ক, সদস্য সচিবসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ রনি কে রূহির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখযোগ্যভাবে, তিনিই এ কমিটি গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানানো হয়। এ বিষয়ে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ রনি কে রূহি বলেন, “নেত্রকোণা জেলার মধ্যে উপজেলা পর্যায়ে এই প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।
এটি একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এই কমিটির কাজ হবে তৃণমূল পর্যায়ে গণঅধিকারের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা। আশা করছি, নবগঠিত কমিটি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।” উল্লেখ্য, নবগঠিত কমিটির মাধ্যমে কেন্দুয়ায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।