ফাইল ছবি
নান্দাইলে হত্যার পরে সুজন (২৮) নামের এক যুবককে ঝুলিয়ে রাখারঅভিযোগ দায়ের করা হয়েছে । সোমবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের চর মহেশকুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। খবর পেয়ে আশ্রয়ণ প্রকল্পের অদূরে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, হত্যার শিকার সুজন মিয়া কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চর জামাইল গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিহত সুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেই ধারণা করছি। হত্যার পরে সুজনের হাত-পা বেঁধে চর মহেশকুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের অদূরে আম গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়। স্থানীয়রা গাছে ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা