ছবি সংগৃহীতঃ
পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুই সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ২৬ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার (২ জুন) দিবাগত রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি ও চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। এদের মধ্যে ৮ পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে।
জানা যায়, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতে অবস্থান করে কাজ করে আসছিলেন তারা। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদেরকে হরিয়ানা এলাকা থেকে আটক করে বিমানযোগে বাগডোগরা বিমানবন্দর এনে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়। পরে বিএসএফ সদস্যরা ৯ জনকে বড়বাড়ি সীমান্ত দিয়ে এবং ১৭ জনকে খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন করে।
বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৯ জনকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে গ্রাম পুলিশের সদস্যরা আটক করে ঘাগড়া বিওপি ক্যাম্পের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন করা ১৭ জনকে আটক করে শিংরোড বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবি মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা