ছবি সংগৃহীত
চাঁদপুরে প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন মাছঘাটের একটি আড়তে নিলামে মাছটি বিক্রি করা হয়।
এর আগে পদ্মা নদী থেকে মাছটি ধরা পড়ে। পরে আড়তদার আনোয়ার গাজীর গদিতে অন্তত ৩০ জনের অংশগ্রহণে প্রকাশ্যে নিলামে ইলিশটি বিক্রি করা হয়।স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, ইলিশটির ওজন ২ কেজি ৪৮০ গ্রাম। এটি ১৩ হাজার ৩৯০ টাকায় কিনে নেন হারুন মোল্লা নামে এক মাছ বিক্রেতা।
হারুন মোল্লা জানান, স্থানীয় জেলেরা মাছটি হাইমচরের পদ্মা নদী থেকে ধরেছেন। পরে তারা ব্যাপারীর কাছে বিক্রি করে দেন। ওই ব্যাপারে আমাদের কাছে মাছটি নিলামের মাধ্যমে বিক্রি করেন।
ইলিশের এমন উচ্চমূল্যের বিষয়ে জানতে চাইলে মাছঘাটের ব্যবসায়ী ও মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, চাঁদপুরের মাছের বাজারে ইলিশের অনেকটা আকাল চলছে। প্রতিদিন যেখানে গড়ে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ আসার কথা, সেখানে বর্তমানে ৫-১০ মণের বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না। এর জন্য দামও কমছে না।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা