ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৪-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১০ জন শিশু ও নারীকে পুশইন করা হয়েছে। পরে মেহগনী বাগান থেকে বিএসএফের পুশইন করা বাংলাদেশি শিশু ও নারীকে আটক করা হয়। যাদের মধ্যে পাঁচ জন নারী ও পাঁচ জন শিশু।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে তারা পাঁচ দিন আগে গুজরাটে পুলিশের হাতে আটক হন এবং পরে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় গতকাল (বৃহস্পতিবার) রাতে কলকাতা হয়ে সীমান্তে আসেন। রাত আনুমানিক ১২টার দিকে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সামনে থেকে তাদের সীমান্ত গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
মাধবখালী বিওপি এরিয়া থেকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. টুটল হোসেন টিটু (২৯), কে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা