সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ দুইজন চোরকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিবুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ইউছুব আলী সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০২টা ১৫ মিনিটে মধ্যনগর থানাধীন ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা বাজার এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রকিবুল ইসলাম কালু (২২), পিতা: মোঃ আবু তাহের মোরল, মাতা: মোছাঃ পেয়ারা খাতুন এবং আহছান হাবিব ওরফে লাদেন (২৫), পিতা: মোঃ জামাল মিয়া, মাতা: মোছাঃ ময়না বেগম। উভয়ের ঠিকানা: বংশীকুন্ডা, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ। পুলিশ জানায়, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা নং-০৪/৭০, তারিখ-১৫/১০/২০২৫ খ্রিঃ, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আসামিদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ও তাদের দেখানো মতে, একই দিন (১৫ অক্টোবর ২০২৫ খ্রিঃ) দুপুর আনুমানিক ১২টা ০৫ মিনিটে এসআই (নিঃ) ইউছুব আলী, এসআই (নি:) মোঃ লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ধর্মপাশা উপজেলার ৩নং পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের মোঃ জালাল মিয়ার (৩৭) বসতঘরের বারান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা হয়। জানা যায়, মোটরসাইকেলটি গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০২টা থেকে সকাল ০৯টা ৩০ মিনিটের মধ্যে চুরি হয়েছিল। এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন, অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় মধ্যনগর থানা সবসময় সক্রিয় রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মো: ইমাম হোসেন
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা