ছবি সংগৃহিত
খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ের এক ওএমএস ডিলারের কাছ থেকে চাঁদা আদায় করার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেপ্তাররা হলেন, খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। গ্রেপ্তার সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে ও আশিকুর রহমান একই এলাকার বাসিন্দা আজমলের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আশিক ও আব্দুল্লাহ সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তহারা মোড়ের ওএমএস ডিলার আবুল কালাম আজাদের কাছে চাঁদা দাবি করে। এসময় বাক-বিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে আটক করে খালিশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী বলেন, নগরীর বাস্তুহারা মোড়ে ওএমএস ডলার আবুল কালাম আজাদ পণ্য বিক্রি করছিলেন।
সকাল সাড়ে ৯টার দিকে আশিকুর রহমান সৈয়দ আব্দুল্লাহ সিকি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দুইজনকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পরে খালিশপুর থানা পুলিশ তাদের দু’জনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওএমএস ডিলার আবুল কালাম আজাদ খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন। আসামি দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা