ছবি সংগৃহিত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আলোচিত কিশোর মাহিন হত্যার ঘটনায় তানভীর হোসেন (১৮) নামে আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের সাকর আলী তালুকদার বাড়ির পাশের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর একই এলাকার মো. আবছারের ছেলে।
ফটিকছড়ি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আসামি তানভীর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাইন হত্যায় প্রাথমিক তদন্তে তানভীরের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানান ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ। তিনি জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তানভীরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ফটিকছড়ির কাঞ্চননগরে গুজব ছড়িয়ে স্থানীয়দের উত্তেজিত করে কিশোর রিহান উদ্দিন মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা খদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় তানভীরসহ একাধিক আসামিকে গ্রেফতার করা হলেও মূল হোতা মাস্টার নাজিমসহ বেশ কয়েক জন ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা