ছবি সংগৃহিত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবারের আরও তিনজন মারাত্মক জখম হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গোবিন্দহুদা গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে জয়নাল মন্ডল (৫০) নিহত হয়েছেন।আহতরা হলেন— মৃত ঝড়ু মন্ডলের ছেলে অপর দুই ছেলে খাজা মন্ডল (৫৫) ও জাহির মন্ডল (৪৫) এবং খাজা মন্ডলের ছেলে দিপু মন্ডল (১৮)।
নিহত জয়নাল মন্ডলের স্বজনরা জানান, গ্রামের নূরুল হক পেশকারদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে জয়নাল মন্ডলদের চারজন লোক মাঠে কাজ করছিল।
এ সময় নূরুল হকদের ১০-১৫ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিশোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে সবাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল।
বাকীদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক শাপলা খাতুন বলেন, চারজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মারা গেছেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর জানান, জমি নিয়ে মারামারির খবর পেয়েছি। আমরা খোঁজখবর নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা