ছবি সংগৃহিত
কুড়িগ্রামের সদরের ঘোগাদহ ইউনিয়নের নৌকা খেলা পরিচালনা করার সময় শ্যালো নৌকার মেশিনের সঙ্গে তার ব্যবহৃত পাঞ্জাবি পেঁচিয়ে এক খেলা উদ্যোক্তার মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তির নাম তাহের আলী। তিনি সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানান,নিহত তাহের আলী পেশায় একজন কৃষক ছিলেন। তিনি নৌকা খেলা পরিচালনা করার জন্য নৌকা তৈরি করা থেকে শুরু করে প্রতিযোগীদের আর্থিক সহায়তা ও খেলা পরিচালনার কাজ করতেন।
ঘটনার দিন বিকেলে খেলা পরিচালনার সময় প্রতিযোগিতার নৌকা নিয়ে নদীতে চলতে শ্যালো মেশিনে পাঞ্জাবি পেঁচিয়ে গুরুতর আহত হন তাহের আলী।এতে তিনি তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নদী তীরে এনে হাসপাতালে নেয়ার আগে সেখানেই মৃত্যু ঘটে।
এ ব্যাপারে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি একজন উদার মনের মানুষ ছিলেন। তিনি নৌকা খেলায় নৌকা তৈরিস ও অর্থ যোগানসহ যাবতীয় সহযোগিতা করতেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা