ছবি সংগৃহিত
রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিটে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী পথচারী সবুজ মিয়া জানায়, খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট সড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা