ছবি সংগৃহিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে এই সংঘর্ষে শ্রেণিকক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। চার শিক্ষার্থী আহত হয়েছেন। পরে রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জিরো টলারেন্স নীতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত ও দোষীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ইলিয়াছ প্রামানিককে আহ্বায়ক ও প্রক্টর ফেরদৌস রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার হারুন অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ইলিয়াস প্রামাণিকসহ তিন বিভাগের শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে উপাচার্য মো. শওকাত আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফায়েত হোসেন, শাহরিয়ার অপু, সজীব, সৌরভ, নাজমুস সাকিব, রোহান সরকার, জিহাদ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা