নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার (১১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, এবং সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম রফিক।
সাক্ষাৎকালে সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম তাঁর রচিত “সেলিম গীতি: স্বরূপে অপরূপ” গ্রন্থটি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের হাতে উপহার হিসেবে তুলে দেন।
এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম রফিক বলেন, “অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। তিনি কেন্দুয়া নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছেন।”
তিনি আরও জানান, “আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসক মহোদয় সরকারি সফরে কেন্দুয়া আসবেন। উপজেলা পরিষদ, ভূমি অফিস, পৌরসভা ও বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি তিনি ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবও পরিদর্শন করবেন বলে আশ্বস্ত করেছেন।”
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা