ক্যাপসুলের যাত্রীদের মধ্যে ছিলেন ফ্র্যাঞ্চাইজি নির্বাহী জেফ এলগিন, মিডিয়া উদ্যোক্তা ডান্না কারাগুসসোভা, বৈদ্যুতিক প্রকৌশলী ক্লিন্ট কেলি তৃতীয়, সফটওয়্যার উদ্যোক্তা ও লেখক অ্যারন নিউম্যান, ইউক্রেনীয় বিনিয়োগকারী ভিটালি অস্ত্রভস্কি এবং বায়োটেক কোম্পানি ইনসমেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান উইল লুইস। ক্যাপসুলটি মহাকাশে পৌঁছানোর সময় কারাগুসসোভা উচ্ছ্বসিত হয়ে বলেন, ওহ মাই গড, ওহ মাই গড! তিনি ছিলেন মহাকাশ ভ্রমণে যাওয়া কাজাখস্তানের প্রথম নারী।
অন্যদিকে ক্লিন্ট কেলির এটি দ্বিতীয় মহাকাশযাত্রা। এর আগে তিনি ২০২২ সালের আগস্ট মাসে ব্লু অরিজিনের এনএস-২২ মিশনে মহাকাশে উড়ে যান।ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্লু অরিজিন এক দশকের বেশি সময় ধরে নিউ শেপার্ড পরিচালনা করছে। ১৫তমবারের মতো যাত্রী বহনে সাফল্য পেয়েছে নিউ শেপার্ড। এনএস-৩৬ চলাকালীন ক্যাপসুলটি প্রায় ৬৬ মাইল সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়।
মহাকাশের সীমানা হিসেবে আলোচিত কারম্যান রেখা অতিক্রম করে যানটি। ভ্রমণের সময় যাত্রীরা কয়েক মিনিটের জন্য ভারহীনতা ও মহাকাশের অন্ধকারের বিপরীতে পৃথিবীর দৃশ্য পর্যবেক্ষণ করেন। উৎক্ষেপণ থেকে অবতরণ পর্যন্ত পুরো মিশনটি ১০ মিনিট ২১ সেকেন্ড স্থায়ী হয়েছিল।