গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে উপজেলার মেঘনা নদীর মোহনপুর ও বোরোচর এলাকায় পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। উপজেলা মৎস্য কার্যালয়, প্রশাসন ও মোহনপুর নৌফাঁড়ির পুলিশ সম্মিলিতভাবে এ অভিযান চালায়।
দুটি স্পিডবোট নিয়ে আভিযানিক দল মেঘনার ওই দুই এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করে। এ সময় ১৫–১৬টি ট্রলারে করে শতাধিক জেলে আভিযানিক দলটির ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করেন। জেলেদের মারমুখী আচরণের মুখে আভিযানিক দল পিছু হটে কিছুটা নিরাপদ স্থানে চলে যায়। এর আগে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, তিনি ঘটনাটি জেনেছেন। তবে থানায় লিখিত অভিযোগ বা মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা