নেত্রকোণায় ৫ দফা দাবিতে মাধ্যমিকের সরকারি শিক্ষকদের সংবাদ সম্মেলন হয়েছে।
রবিবার বিকালে শহরের মোক্তারপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি। সংবাদ সম্মেলনে শিক্ষিকা স্বপ্না রানী সরকার দাবিনামা তুলে ধরে বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্টা করতে হবে।
সহকারি শিক্ষকদের এন্ট্রিপদ ৯ বম গ্রেডে উন্নীত করে ৪ স্তরের পদসোপানসহ আরো বৈষম্যেরশিকার বিষয়ে দাবি করেন। তিনি অবিলম্বে মাধ্যমিকের শিক্ষকদের দাবি মেনে নেয়ার জন্যে সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, অন্যথায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা।
সংবাদ সম্মেলনে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ, নাজমা বেগম,ওবায়দুল্লা কায়সারসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা