প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৬:২৭ পি.এম
কেন্দুয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

কেন্দুয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ইউনিয়নে যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এতে অন্তত চারজন আহত হয়েছেন। আজ ০৪/১০/২০২৫ ইং বিকাল ৩ ঘটিকায় কেন্দুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল স্থানীয় একটি কোচিং সেন্টারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে অন্যান্য নেতাকর্মীরা ছুটে গেলে তাদেরও মারধর করা হয়।
এ ঘটনায় যুবদল নেতা হাবিবুর রহমান হাবুল (৪০), কৃষকদল নেতা নবীজুল (৩৫), ছাত্রদল নেতা রয়েল মিয়া (২২) ও রামিম (২০) আহত হন। গুরুতর আহত হাবিবুর রহমান হাবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
কেন্দুয়া উপজেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা