এখানে যারা মা বোনরা আছেন আপনাদের সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন। শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারী কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
সমাজসেবক রোখসানা হাবিব পলির সভাপতিত্বে সচেতন নারী সমাজের আয়োজনে তিনি আরো বলেন, আপনাদের যত কষ্টয় হোক তাদের পড়ালেখার ব্যবস্থা করেন। আমি শৈলকুপার জন্য চেষ্টা করবো যেন প্রত্যেক ঘরে ঘরে বিসিএস ক্যাডার যেন জন্ম হয়। আমার দ্বিতীয় কথা হলো আপনার সন্তান সন্ধায় বাসায় ফিরে কেমন আচরণ করে তার গতিবিধি লক্ষ্য রাখবেন। আপনার সন্তান যাতে মাদক সেবন না করে, মাদক সেবন করে ফিরে না আসে।
কারন আপনার ঘরে যদি মাদক সেবন ঢুকে পড়ে তাহলে আপনার পরিবারের ও আপনার জন্য সব থেকে অশান্তির কারন হবে। সে কারনে আপনার সন্তানকে গড়ে তুলতে হলে তার দিকে খেয়াল রাখবেন। তিনি আরো বলেন, আপনার সন্তান যদি মাদকে ঢুকে পড়ে তাহলে আপনারা যদি নিয়ন্ত্রন না করতে পারেন আমাকে ফোন দিবেন।
তাকে নিয়ন্ত্রন করার সকল পদ্ধতি আমি প্রয়োগ করবো। তবুও ঐ ছেলেটার জীবন বাঁচাতে হবে। যদি আপনার ছেলে মাদকাশক্ত হয় তাহলে শুধু আপনার অর্থতৈতিক ক্ষতি হবে না, আপনার ছেলের অকাল মৃত্যু হবে। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, তৃতীয় কথাটি হলো আপনার মেয়ে সন্তান যখন স্কুলে যাবে তখন যদি কোন ছেলে তাকে ইভটিজিং করে তাহলে আপনারা আমাকে জানাবেন। ঐ বখাটের স্থান হবে শৈলকুপার আলো বাতাস না।
তার স্থান হবে ঝিনাইদহ কারাগার। পরিশেষ তিনি নারীদের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের সমস্ত ভালো কাজের সারথী হয়ে থাকতে চায়। আপনারা আমাকে সহযোগীতা করবেন।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা