৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান মোঃ রাজন ও তার স্ত্রী সন্তানের পুনর্বাসনের জন্য একটি ব্যাটারি চালিত অটোরিক্সা প্রদান করেন।
এবং সেই সাথে একই দিনে পৌরসভার লাইসেন্স করে দেওয়াসহ তাদের পরিবারের ঘরটিও মেরামতের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
ঐদিনেই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে রাজনের পরিবারের ঘরটা পুরোদমে কাজ শুরু করে দেন। উল্লেখ্য যে,ব্র্যাক এর সহযোগিতায় ব্যাটারি চালিত অটো রিক্সাটি প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা,নেত্রকোনা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান,নেত্রকোনা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক প্রমূখ।
উল্লেখ্য যে,গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ ইং নেত্রকোনা পৌর শহরে আনন্দবাজার এলাকায় মোঃ রাজন মিয়া এবং তার স্ত্রী ৪ সন্তানের অতিদরিদ্র পরিবার,দারিদ্রতার কারণে নিজেদের দুই শিশু সন্তান বিক্রির প্রচেষ্টার খবর আসে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান কাছে।
সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে খবর জানার মাত্রই জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে মোঃ রাজনের পরিবারকে সাহায্য করতে এগিয়ে যান। সেই সংবাদ facebook সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় উঠে।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা