নেত্রকোণা সদর উপজেলার আবুল মনসুরের গোয়ল ঘরে আগুন লেগে ৪টি গরুসহ গোয়াল ঘর আগুনে পুড়ে ভস্মিভুত হয়েছে।
গতরাত অনুমান তিনটার দিকে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের খবর শুনে গ্রামবাসী এগিয়ে আসলেও রক্ষা হয়নি কৃষক আবুল মনসুরের গরু আর গোয়াল ঘর। এতে প্রয় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আবুল মনসুর বলেন, প্রতিদিনের মত দিনের খায়া শেষে সন্ধ্যায় গরুগুলি গোয়ালে বেধেঁ রাখি। আজ রাত দশটার দিকে আমি গোয়াল ঘরে গিয়ে গরুগুলির তদারকি করে ঘরে এসে ঘোমিয়ে যাই। রাত অনুমান তিনটার দিকে বাহিরের আলো এসে আমার ঘর আলোকিত হলে আমি ও আমার স্ত্রী বের হয়ে এসে দেখি গোয়াল ঘরে আগুন লেগেছে।
আমি চিৎকার ও ডাকাডাকি করিতে থাকিলে প্রতিবেশীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়। আগুন নিভার পর দেখি গোয়ালে থাকা দুটি ষাড় ও দুটি পেয়াতি গাভী আগুনে দদ্ব হয়ে কিচির মিছির করছে। কিছুক্ষণ পর সবগুলি গরু মারা গেছে। আমার চোখের সামনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করা গরুগুলির মৃত্যু এখনো আমার চোখের সামনে ভাসছে।
আমি একজন সাধারণ কৃষক, এই গরু গুলিই ছিল আমার সম্পদ, বিপদ দিনের সাথী। আগুনে আমাকে শেষ করে দিয়ে গেছে। গরু ও ঘরসহ আমার প্রায় আটলক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এখন আমার আর কোন অবলম্বন নাই যে পুনরায় গরু কিনে আমি হালচাষ করতে পারব। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন তারা আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
সিংহের বাংলা ইউনিয়নের বিএনপির সভাপতি বলেন, খবর শুনে ইউনিয়নের নেতাকর্মীরা ছুটে এসেছি সমবেদনা দেওয়ার জন্য। পাশাপাশি আমরা জেলা বিএনপির সভাপতিকে বিসয়টি অবহিত করেছি। বিষয়টি আসলে দুঃখজনক। কৃষক আবুল মনসুরের এই গরুগুলিই ছিল তার শেষ সম্বল।
সম্পাদক ও প্রকাশক:- গজনবী বিপ্লব
নেত্রকোণা অফিস:- গজনবী ভিলা, সাতবেরিকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা